মন্তব্য লিখতে লগইন অথবা রেজিস্টার করুন

মন্তব্যের তালিকা

Tabiatkowser, ১৭ অক্টোবর, ২০২৪
যারা নিজের প্রাণ স্বেচ্ছায় দেয় তা কি শহীদ নাকি আত্মহত্যা? একবার ধর্মের অনুভূতি দিয়ে ভাবুন। আবেগ আর হুজুগ দিয়ে নয় বিবেক দিয়ে চিন্তা করুন। যারা নিজের জীবনকে এভাবে ধ্বংসের দিকে বিলিয়ে দেয় তারা স্পষ্টত জাহান্নামের অধিবাসী। এটা কোন মূলতঃ ধর্মের যুদ্ধ নয় বরং এটা ছিল ক্ষমতার লিপ্সা ও কৌতূহল মাত্র। তাই এ ধরনের ধর্মীয় উন্মাদনা থেকে দূরে থাকা সকলের নৈতিক দায়িত্ব। শেখ মুজিবকে যারা অস্বীকার করে তারা দেশের স্বাধীনতাকে বিশ্বাস করে না। তারা রাজাকারদের অবৈধ সন্তান। সে হিসেবে ঐসব রাজাকারদের এই স্বাধীন দেশে থাকার কোন অধিকার নেই। এসব জারজদের ঘাড় ধরে দেশ থেকে বের করে দিতে পারলে দেশ পুনরায় এগিয়ে যাবে এবং ৩০ লক্ষ শহীদের আত্মা ও ২ লক্ষ মা বোনদের সম্ভ্রমের আত্মা শান্তি পাবে।
Tabiatkowser, ১৭ অক্টোবর, ২০২৪
দুর্নীতি ও অনিয়মের অভিযোগ ওঠা ১২ বিচারপতিকে বাদ দিয়ে হাইকোর্টের ৫৪টি বেঞ্চ পুনর্গঠন করেছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। তাহলে যাদেরকে বিচার ব্যবস্থায় রাখা হয়েছে তাদের দিয়ে ভবিষ্যতে বিচারের রায় দিলে জাতির কাছে কোন প্রশ্নবিদ্ধ হবে কিনা তা সময়ই বলবে।
Tabiatkowser, ১৭ অক্টোবর, ২০২৪
তড়িঘড়ি করে যারা এই আইন করল, হয়ত স্বাধীনতা বিরোধী শক্তিদের কাছে প্রশংসা অর্জন হতে পারে। তবে যারা স্বাধীনতা প্রেমী ও মুক্তিযুদ্ধের আদর্শের ধারাবাহক তাদের কাছে এটি একটি হাস্যকর আইন ছাড়া আর কিছুই নয় । তাই আইনের বাস্তবতা কতটুকু তা সময়ই বিবেচনা করবে।