মন্তব্য লিখতে লগইন অথবা রেজিস্টার করুন

মন্তব্যের তালিকা

MuhammadmAbdul Quddus, ২২ অক্টোবর, ২০২৪
সারাটা জীবন কষ্ট করেই গেলাম।দুই বছর হলো অবসরে গেছি এখটি টাকাও পাইনি কবে পাবো অপেক্ষায় আছি।
MuhammadmAbdul Quddus, ২২ অক্টোবর, ২০২৪
সারা জীবনভর দেখেছি অফিস আদালতে কম বেশী ঘুষ দেয় নেওয়া এটা বন্দ কি কোনো দিন হবে।এটা আমি সময় সময় ভাবি।ছুঁচোকে যদি খুব দামী সাবান দিয়ে গোসল দিয়ে আতর গোলাপ লাগিয়ে দেওয়া যায় তবুও ওর গন্ধ স্বভাব কোনোদিনো বদলাবে না।অনুরুপ ঘুষখোরের স্বভাব ছুঁচো মার্কা।
Nimai Chandra sana, ২২ অক্টোবর, ২০২৪
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের সকল নিয়োগ শিক্ষক নিয়োগ কমিশন অথবা ntrc এর মাধ্যমে সম্পন্ন হওয়া সময়ের দাবী। বেতন ভাতাদি বহন করবে সরকার আর নিয়োগ দেবে কমিটি এটি হতে পারে না।
Nimai Chandra sana, ২২ অক্টোবর, ২০২৪
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের সকল নিয়োগ শিক্ষক নিয়োগ কমিশন অথবা ntrc এর মাধ্যমে সম্পন্ন হওয়া সময়ের দাবী । বেতন ভাতাদি বহন করবে সরকার আর নিয়োগ দেবে কমিটি এটি হতে পারে না ।
Nimai Chandra sana, ২২ অক্টোবর, ২০২৪
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের সকল নিয়োগ শিক্ষক নিয়োগ কমিশন অথবা ntrc এর মাধ্যমে সম্পন্ন হওয়া সময়ের দাবী । বেতন ভাতাদি বহন করবে সরকার আর নিয়োগ দেবে কমিটি এটি হতে পারে না ।
মোঃ বাবুল আকতার, ১৯ অক্টোবর, ২০২৪
অধ্যক্ষ, উপাধ্যক্ষ নিয়োগ PSC এর মাধ্যমে চাই।
Shaikh Sohel Rana, ১৯ অক্টোবর, ২০২৪
যেই দেশের মন্ত্রী/উপদেষ্টা মহোদয়গণ এবং আমলাগণ শিক্ষকদের আর্থসামাজিক মর্যাদা নিশ্চিত করার চিন্তার চেয়ে কিভাবে শিক্ষকদের ঠকানো যায় সেই প্রচেষ্টাই বেশি করে। সেই দেশে শিক্ষক নিয়োগে দুর্নীতি হওয়াটা স্বাভাবিক। সরকারি এবং বেসরকারি চাকুরির এমন কোনো সেক্টর নেই যেখানে কমবেশি নিয়োগ বানিজ্য নেই। প্রধানমন্ত্রী/ প্রধান উপদেষ্টা মহোদয় যাকে বিশ্বাস করুক যে সেক্টরে দেয় ও-ই সেক্টরে অনিয়ম শুরু হয়ে যায়। চরিত্র পরিবর্তন না হলে কোনো সংস্কারে কাজ দেবে না। অবৈধভাবে টাকা আয়ের অসুস্থ প্রতিযোগিতা না থামলে দেশের পরিবর্তন সম্ভব নয়। এজন্য দরকার প্রকৃত দেশ প্রেমিক হওয়া।
মোঃ আনিছুর রহমান, ১৯ অক্টোবর, ২০২৪
National Pay Scale 2015 এর আগে পরের তুলনা হলেও ভালো হতো
মোঃ আনিছুর রহমান, ১৯ অক্টোবর, ২০২৪
ঘুষের তুলনাটা 2009-10 vs 2022-23 করলে প্রতিবেদনের সৌন্দর্য় বাড়তো