মন্তব্য লিখতে লগইন অথবা রেজিস্টার করুন

মন্তব্যের তালিকা

Nimai Chandra sana, ২৭ অক্টোবর, ২০২৪
বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানে সকল প্রশাসনিক পদে ntrc-এর মাধ্যমে নিয়োগ দেওয়া উচিত। কমিটির মাধ্যমে নিয়োগ দেওয়া মানে নিয়োগ বাণিজ্য করা, অযোগ্য প্রার্থীকে নিয়োগ দান , সহকারী শিক্ষক ও কর্মচারী বৃন্দ নিষ্পেষিত হওয়া, প্রতিষ্ঠানে বিশৃংখল পরিবেশ বিরাজ করা। কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করি।
Ashraful Alam., ২৬ অক্টোবর, ২০২৪
দৈনিক শিক্ষা..কম এর সম্পাদক মহোদয়.জনাব সিদ্দিকুর রহমান ভাইকে বিনীত ভাবে অনুরোধ করছি আপনি শিক্ষা মন্ত্রনালয়ের উর্দ্ধতন কর্তাদের কাছে মাদ্রাসা ও স্কুল-কলেজের জনবল কাঠামো ও এম.পি.ও নীতিমালার বৈষম্যগুলো তুলে ধরবেন। ১৬ বছর পুর্তিতে কলেজের সকল প্রভাষক সহকারি অধ্যাপক হতে পারে কিন্তু মাদ্রাসার প্রভাষকগন হতে পারে না।বিষয়টা খুবই দুঃখজনক এবং বিরাট বৈষম্যমুলক । যদিও মাঝে মাঝে শোনা যায় সংশোধনী প্রস্তাব মন্ত্রনালয়ে পাঠানো হয়েছে। কিন্তু সমাধানের কোনো আলামত নেই।