শূন্য পদের বিপরীতে সার্বজনীন বদলি ব্যবস্থা চালু করতে হবে। যেন সকল পর্যায়ের শিক্ষক ই উপকৃত হতে পারে। খন্ডিত/আংশিক বদলি বৈষম্যমূলক ও অকল্যানকর।
মোঃ সোলায়মান হোসাইন, ২৭ অক্টোবর, ২০২৪
NTRCA সনদধারী,কমিটির মাধ্যমে নিয়োগ,বাড়ি উত্তরবঙ্গ রাজশাহী,নিয়োগ দক্ষিণবঙ্গ বাগেরহাট ১৪ বছর ধরে বদলির প্রত্যাশায় রয়েছেি। আমার মতো হাজার হাজার শিক্ষক এভাবে কমিটির মাধ্যমে নিয়োগ প্রাপ্ত দেশের দূর-দূরান্তে বিভিন্ন জেলা এবং বিভাগে বুকভরা ব্যথা নিয়ে সামান্য বেতনের চাকুরী করছেন।আমার প্রশ্ন হচ্ছে,শুধু NTRCA এর মাধ্যমে সুপারিশ প্রাপ্তরাই কী শিক্ষক নাকি শুধু তারাই দূরের প্রতিষ্টানেে শিক্ষকতা করেন,নাকি শুধু তারাই বদলির জন্য যোগ্য শিক্ষক?
NTRCA সুপারিশ প্রাপ্তরাও যেমন ইচ্ছে মতো প্রতিষ্টান চয়েজ দিয়ে দূরের প্রতিষ্টানেে নিয়োগ পেয়েছেন,তেমনি কমিটির মাধ্যমে নিয়োগ প্রাপ্তরাও পেটের দায়ে দূরবর্তী প্রতিষ্টানেে নিয়োগ পেয়েছেন।
তাই প্রিয় দৈনিকশিক্ষা ডট কমের মাধ্যমে মাননীয় শিক্ষা উপদেষ্টার সদয় দৃষ্টি কামনা করছি বদলি ব্যবস্থাটা যেন বৈষম্যহীন,সার্বজনীন এবং নিরপেক্ষ হয় যাতে শিক্ষকদের মধ্যে কোনো দলা দলি,মামলা-রিট, অর্থবাণিয্য ইত্যাদি ঘটার স্কোপ বা অপপ্রয়াস সৃষ্টি না হয়।
মোঃ আব্দুল কুদ্দুস, ২৭ অক্টোবর, ২০২৪
বদলি চালু করতে কোন টাকা পয়সা লাগে না তারপরও এত দেরি কেন? জানতে চাই
শেখ মোঃ মিলন আলী, ২৭ অক্টোবর, ২০২৪
আশা করি শূন্য পদের বিপরীতে বদলির ক্ষেত্রে দেশের একমাত্র অনলাইন ভিত্তিক শিক্ষা পত্রিকা দৈনিক শিক্ষা ডট কম সার্বিকভাবে সহযোগিতা করবেন। ধন্যবাদ দৈনিক আমাদের বার্তা ও দৈনিক শিক্ষাডটকমকে।