মন্তব্য লিখতে লগইন অথবা রেজিস্টার করুন

মন্তব্যের তালিকা

Jesmin banu, ০৩ নভেম্বর, ২০২৪
বিভাজনের কোন অর্থ হয় না।
Jesmin banu, ০৩ নভেম্বর, ২০২৪
সবার জন্য বদলী না হলে শিক্ষকদের মধ্যে বিভাজন করার দরকার নেই। আর সরকার যদি মনে করে কমিটি কর্তৃক নিয়োগ প্রাপ্ত শিক্ষক দিয়ে দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়ন সম্ভব না তা হলে সরকার তাদের চাকুরী থেকে অব্যহতি দিক।
মোঃ সোলায়মান হোসাইন, ০৩ নভেম্বর, ২০২৪
NTRCA এর সুপারিশ প্রাপ্তরাও যেমন পেটের দায়ে ইচ্ছেমতো প্রতিষ্ঠান চয়েজ দিয়ে বাড়ির কাছে এবং দেশের অন্য প্রান্তের প্রতিষ্টানে নিয়োগ পেয়েছেন, তেমনি কমিটির মাধ্যমে নিয়োগপ্রাপ্তরাও পেটের দায়ে বাড়ির কাছে এবং দেশের অন্য প্রান্তের শিক্ষা প্রতিষ্টানে নিয়োগ পেয়েছেন। উল্লেখ্য কমিটির মাধ্যমে নিয়োগপ্রাপ্ত অনেক শিক্ষকরাও NTRCA এর সনদধারী রয়েছেন। তাই বদলির ক্ষেত্রে নীতিমালা হতে হবে একটাই - বৈষম্যহীন এবং সার্বজনীন যেখানে কারো কোনো মাথা ব‍্যথাই থাকবেনা।
আখতার ফারুক।, ০৩ নভেম্বর, ২০২৪
বৈষম্য সব জায়গায়! বদলি কারো হবে, কারো হবে না সেটা কী ধরনের নিয়ম? সবার সমান সুযোগ পাওয়া উচিৎ। ইনডেক্সধারী সবার বদলির সুযোগ চাই। এবং তা শূণ্য পদের বিপরীতে হতে হবে।
Nimai Chandra sana, ০৩ নভেম্বর, ২০২৪
Ntrc সনদ ধারী এবং ইনডেক্স ধারী শিক্ষকবৃন্দের বদলি চাই। উক্ত ক্ষেত্রে যাদের এমপিও কালীন চাকরির বয়স কমপক্ষে, দুই বছর পূর্ণ হয়েছে।
mithila nishat, ০৩ নভেম্বর, ২০২৪
সর্বজনীন বদ‌লি চালু করার দাবী জানাই, ৫ বছর হ‌লেই সকল শিক্ষক‌কে বদ‌লি করা চাই। এতে কো‌চিং, প্রাইভেট বা‌নিজ‌্য ক‌মে আস‌বে, শিক্ষার মানও বাড়‌বে। দুই বছর পর বদ‌লি নী‌তিমালা থাক‌লে এই দুই বছর সে শিক্ষকের পাঠদানে মনই থাক‌বে না!!!!!!!
Md.ibrahim Munshi, ০৩ নভেম্বর, ২০২৪
কোন কথা নয় শূন্য পদে বদলি চাই।
Md. Ataur, ০৩ নভেম্বর, ২০২৪
শুধু এনটিআরসিএ সুপারিশ প্রাপ্ত শিক্ষকদের বদলি কেন? এনটিআরসিএ সনদ প্রাপ্ত শিক্ষকদেরও বদলি চাই। সকল ইনডেক্সধারী শিক্ষকদের বদলি চাই।