বদলি নীতিমালায় বদলির সময় নূন্যতম ৫ বছর করা উচিত ,কারন যোগদানের পর একজন শিক্ষকের বিএড ডিগ্রী ও পাঠদান পদ্ধতি বুঝতেই ২ বছর সময় চলে যায়। তাহলে সেই প্রতিষ্ঠান সে শিক্ষকের কাছে থেকে কি পেল ??
Nimai Chandra sana, ০৪ নভেম্বর, ২০২৪
কোন কিছু করার আগে অনেক চিন্তা ভাবনা করতে হয়। মনে করি-- বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে প্রশাসনিক পদ সমুহে ntrca-এর মাধ্যমে নিয়োগ দেওয়া উচিত এবং বাড়ি ভাড়া ভাতা প্রদান করে বদলির ব্যবস্থা চালু করতে হবে। আর্থিক স্বল্পতা থাকলে - অন্ততঃ পক্ষে ১০% দিয়ে শুরু করা যেতে পারে এবং প্রতি বছর বাজেটে বাড়ানো যায়।
Md.Baddeujjqman, ০৩ নভেম্বর, ২০২৪
আসসালামু আলাইকুম,,, বদলির বিষয় কর্মচারীদের বাদ দিয়ে বদলি চালু করলে বৈষম্য থেকে ই যাবে,,৷ তাই কর্মচারীদের সহ সকল এমপিওভুক্ত ইনডেক্স ধারিদের বদলির ব্যবস্থা করতে হবে,,,৷ আমি একজন অফিস সহকারী, রাজশাহী থেকে সিলেট মৌলভীবাজার সদর এ কর্মরত আছি, আমারও বদলির অধিকার আছে,,,, কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি,, দৈনিক শিক্ষার মাধ্যমে,,, আশা করি বিষয় টি সদয় দৃষ্টিতে দেখবেন,,
এম রেফাত ফেরদৌস, ০৩ নভেম্বর, ২০২৪
শিক্ষামন্ত্রালয়ে সবকিছুই ২বার করে করতে হচ্ছে, অতীতে যা হয়েছে তাই চলমান।কোনো পরিবর্তন নাই।শিক্ষকদের নিয়ে খেলা হচ্ছে,যা অতীতেও হয়েছিল।