যেখানে ক্লাসই হয়না। পদবি- পিয়ন বলে তাই কি হয়েছে। অনেক পিয়ন শিক্ষতও বটে। ক্লাস বন্ধ না করে পিয়ন যদি ক্লাস নিয়ে থাকে তাহলে সে মানবিক কাজ করেছে। অনেক শিক্ষক এসএসসি পাস। অনেক পিয়নও এইচসি, ডিগ্রি পাস থাকে। তাই শিক্ষক সংকটের কারণে ক্লাস বন্ধ না করে পিয়ন দিয়ে ক্লাস করিয়ে প্রধান শিক্ষকও ভালো কাজ করেছেন।
MD. NADIR HOSSAIN, ০৭ নভেম্বর, ২০২৪
আমি ব্রাহ্মণবাড়িয়া জেলার দয়া করে আমাকে আপনার নাম্বার দিয়ে হেল্প করবেন। অনেক অনৈতিক কর্মকান্ড তুলে ধরতে বা কোনো লেখা চাপাতে চাইলে দৈনিক শিক্ষার ওনারা চাপাই না। আপনি যদি আপনার নাম্বার দিয়ে হেল্প করেন (জেলা প্রতিনিধি হিসাবে)