এক শ্রেনীর নোট গাইড প্রকাশক দীর্ঘ্যকাল থেকেই সরকারের মন্ত্রী,আমলাদের মোটা টাকার বিনিময়ে ম্যানেজ করে অবৈধ নোট গাইড বানিজ্য চালিয়ে আসছে! তাইতো নোট গাইড অবৈধ হলেও তা কেঊ বন্ধ করছে না। তা ছাড়া এই সিন্ডিকেট এতটাই শক্তিশালী যে তারা বিদ্যালয়ের প্রধান শিক্ষকদেরও মোটা টাকা দিয়ে ইচ্ছামত মূল্য বসিয়ে শিক্ষার্থীদের অভিভাবক দের ঐ সকল নোট গাইড কিনতে বাধ্য করছে! পরীক্ষার প্রশ্ন পত্র অনেকটা তাদের নিয়ন্ত্রনে তাই শিক্ষার্থীরা বাধ্য হয়েই উচ্চ মূল্যে নোট গাইড কিনছে! আমার তো মনে হচ্ছে পতিত সরকারের আমলাদের সাথে যোগসাজস করে গাইড নির্ভরতা বাড়াতে তারা পাঠ্য বইয়ের সংকট সৃষ্টি করে একঢিলে ২ পাখি মারার পরিকল্পনা করছে! ০১) শিক্ষার্থীরা সময় মত পাঠ্য বই না পেলে সরকারের বিরুদ্ধে আন্দোলনে ঝাপিয়ে পড়ে সরকারকে বেকায়দায় ফেলবে ০২। ইচ্ছা মত মূল্য নির্ধারন করে তাদের ইনভেষ্টকৃত টাকা সুদে আসলে অভিভাবকদের কাছ থেকে উঠিয়ে নিবে! NCTB, তে প্রেসে,,সচিবালয়ে এবং মন্ত্রণালয়ে কারা বা কোন সিন্ডিকেট এসব অপকর্মে জড়িত তা খুজে সময়মত ব্যবস্থা না নিতে পারলে এই সকল জ্ঞানপাপীরা শিক্ষা বানিজ্য করে দেশকে মেধাশুন্য করে জয়বাংলা করে ছড়বে!!!