রাজনৈতিক প্রভাব মুক্ত ম্যানেজিং কমিটি বিশেষ প্রয়োজন। কিন্তু সরকার একটি ভালো সিদ্ধান্ত নিয়েও অনড় থাকতে পারলো না!!!! ২৪ নভেম্বরের প্রজ্ঞাপন বাতিল করায় হতাশ হলাম। অন্ধকার মারিয়ে সূর্য্যরশ্মির দেখা মিললেও তা আবার মেঘে ঢাকা পড়লো!!! আমার বাংলাদেশ কি কখনোই সোনার বাংলাদেশ হতে পারবেনা???