বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষা ভাবনা
প্রবাদ আছে হাঁড়ির সব ভাত টিপতে হয় না। এক ভাতে টিপ দিয়ে হাঁড়ির সব ভাতের খবর জানা যায়। তেমনি রাষ্ট্রের শিক্ষা ব্যবস্থা ও শিক্ষকদের সম্মানের অবস্থা যাছাই করলেই সব জানা হয়ে যায়। একদিকে শিক্ষা ব্যবস্থায় বিস্তার ফারাক বৈষম্য বেড়েই চলছে, অন্যদিকে শিক্ষকদের চরম অবহেলা। এক কথায় শিক্ষা ব্যবস্থার হ-য-ব-র-ল