আতঙ্ক জাগাচ্ছে ৪১ হাজার বছরের পুরনো হাজারো ভাইরাস
বিশ্বজুড়ে দ্রুত গলছে অনেক হিমবাহ। উপমহাদেশের হিমালয়ের কোলেও রয়েছে এ রকম বহু হিমবাহ। সেগুলোও গলছে। গলে তৈরি হচ্ছে বিপুল জলভান্ডার। হিমবাহ গলে নামছে ধস। আর এসব পানি পাহাড়ি নদীর মধ্যদিয়ে নেমে এসে ঘটাচ্ছে বন্যা, ফ্ল্যাশ ফ্লাড। আর তার চেয়েও বড় ও ভয়ংকর যেটা ঘটতে পারে, সেটা হলো ক্রমশ নদী ও সমুদ্রের পানিস্ত