যথার্থ শিক্ষক নির্ধারণ হলে শিক্ষার মানোন্নয়ন ঘটবে
আসলে এটা তো চিরকালীন সত্য যে, শিক্ষাক্রম বা পাঠ্যপুস্তক অথবা গাইডবই যেটিই হোক, তারা কেউ তো শিক্ষার্থীকে ভালো মানের বা নিম্নমানের লেখাপড়া শেখায় না! শেখায় শিক্ষক। অনেকক্ষেত্রে শিক্ষিত বাবা-মাও শিক্ষকের স্থান গ্রহণ করে। শিক্ষাক্রম-পাঠ্যপুস্তকের মধ্যে ভালোমন্দ থাকতে পারে, কিন্তু মোটাদাগে বলা যায়Ñ সব শি