ঢাকার ট্রাফিক জ্যাম ও বিকেন্দ্রীকরণ
‘ঘোরে না গাড়ির চাকা রে ভাই, ঘোরে না গাড়ির চাকা, কেমন করে এগিয়ে যাবে জ্যামের শহর ঢাকা।’ ঢাকা মহানগরীতে গাড়ির জ্যাম নতুন কোনো বিষয় নয়, তবে সম্প্রতি এর তীব্রতা অতিমাত্রায় বেড়েছে। রাস্তায়ই নষ্ট হচ্ছে মূল্যবান কর্মঘণ্টা, অপচয় হচ্ছে অর্থ এবং তীব্রভাবে দূষিত হচ্ছে পরিবেশ। সবাই সব কিছু দেখছেন, বুঝছেন কিন্তু