শহরটা কারো বাপের না
শহরটা কারো বাপের না। তার মানে সবার। কিন্তু শহরের সব সম্পদের সবচেয়ে বড় দখলদার সরকার বা বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান। বেসরকারি উদ্যোক্তারাও পাল্লা দিয়ে দখলের মচ্ছবে মাতে। এসব প্রতিষ্ঠান উন্নয়নের নামে শহরের নদী, জলাভূমি, উদ্যানকে কংক্রিটের চাকচিক্যে পরিণত করে। তাদের কারণে তৈরি হয় নানামুখী বিড়ম্বনা। পদে পদ