গণতন্ত্রের কাজীর গরু কাগজে আছে, বাস্তবে নেই
দেশে এমন কেউ ছিল আছেন শাসক অথবা তাত্ত্বিক, যিনি প্রকাশ্যে বলেন যে তিনি গণতন্ত্র চান না? সামরিক অভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতা দখল করেছেন, এমন স্বৈরশাসকও ক্ষমতা দখলের মুহূর্তেই ঘোষণা দেন যে ক্ষমতায় স্থায়ী হওয়ার জন্য তিনি আসেননি, এসেছেন যত শিগগির সম্ভব প্রকৃত গণতন্ত্র ফেরত দেওয়ার প্রতিশ্রুতি। কিন্তু তব