প্রজাতন্ত্রের কর্মচারীদের ‘স্যার’ সম্বোধন ও আমলাতন্ত্র
রংপুরের ডিসি যদি বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে ‘স্যার’ সম্বোধন করতেন তাহলে তাঁর মান-সম্মান কোনোভাবে কমে যেতো না, বরং বেড়ে যেতো। একইভাবে ওই শিক্ষক যদি ডিসিকে ‘স্যার’ বা ম্যাডাম বলে সম্বোধন করতেন, তাতে তারও মান-সম্মানের একটুও হানি হতো না, বরং বেড়ে যেতো। দুজনই কিন্তু দুজনের সুপিরিয়রিটি দেখাতে চেয়েছেন। তবে