শিক্ষা আমাদেরকে আমলাতান্ত্রিক করছে নাকি আমলাতন্ত্রই শিক্ষাব্যবস্থা সৃষ্টি করেছে
সেই যে মেয়ে, নাটোরের বনলতা সেন, সে যে বলেছিল ‘এতোদিন কোথায় ছিলেন?’ তার সে-বলার দ্বিধা থরথর বৃন্তে কেঁপেছিল জানি অত্যন্ত গভীর আগ্রহ ও ব্যাকুলতায়; কিন্তু জানা তো ছিল না আমার নয়, হয়তো অনেকেরই নয় যে ওই বলার মধ্যে একটি নিষ্ঠুর প্রত্যাখ্যান রয়ে গেছে। কবি-সমালোচক জগন্নাথ চক্রবর্তী জানিয়েছেন এই সত্যটি সাপ্ত