বুড়িগঙ্গা নদীর সুখ-দুঃখ
একসময় বুড়িগঙ্গা নদীতে প্রচুর মাছ পাওয়া যেতো, পানিতে কোনো দুর্গন্ধ ছিলো না। নদীর পানির রং ছিলো স্বচ্ছ, নদীতে স্নান করত স্থানীয়রা। জোয়ারের সময় নদীর উত্তাল ঢেউ ছিলো মনোমুগ্ধকর। ক্ষেত্রবিশেষে বিভিন্ন কাজে পানিও ব্যবহার করা হতো। কিন্তু সেসব এখন দূর অতীতের বিষয়। আগের মতো নদীর সেই যৌবনভরা উচ্ছ্বাস আর হৃদয়