বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা : তরুণ্যের দায় ও আমাদের করণীয়
শিক্ষার্থীরা বিদ্যালয়ের প্রাণ। তারা মাঠে হৈচৈ করবে, দৌড়াবে, খেলবে-তবেই না ভালো লাগে। শিক্ষার্থীর শোরগোলে মুখরিত থাকবে বিদ্যালয় প্রাঙ্গণ। শিক্ষকরা শিক্ষার্থীদের পড়াবেন, নতুন তত্ত্ব বুঝিয়ে দেবেন। তথ্য-উপস্থাপনা ও বাকমাধুর্যের দ্বারা শিক্ষার্থীদের বিশ্ব পরিভ্রমণ করাবেন। কোনো ভুল শুধরে দিতে প্রয়োজনে বকা