প্রাক নির্বাচনী পরিবেশ দেখতে অক্টোবর পর্যবেক্ষখ পাঠাবে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস।
মঙ্গলবার বেলা সোয়া ১১টার দিকে নির্বাচন ভবনে এই বৈঠক শুরু হয়। এতে নির্বাচন কমিশনার মো. আহসান হাবিব খান ও ইসি সচিব মো. জাহাংগীর আলমও উপস্থিত ছিলেন। আর মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে ছিলেন ডেপুটি পলিটিক্যাল অ্যান্ড ইকোনমিক কাউন্সিলর অরটুরো হেইনস।
পিটার বলেন, আমরা গণপ্রতিনিধিত্ব আদেশে (আরপিও) নির্বাচন কমিশনের ক্ষমতা কমার প্রসঙ্গে আলোচনা করেছি। বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচনের পরিস্থিতি পর্যবেক্ষণে অক্টোবরে প্রাক পর্যালোচনা নির্বাচনী টিম আসবে। মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন প্রত্যাশা করে।
বৈঠকের পর সিইসি সাংবাদিকদের বলেন, তারা আরওপি সম্পর্কে জানতে চেয়েছেন। আরো জানতে চেয়েছেন- আমাদের ক্ষমতা কমিয়ে ফেলা হয়েছে কিনা, যাদের নিবন্ধন দেওয়া হয়েছে তাদের সম্পর্কেও জানতে চেয়েছেন মার্কিন রাষ্ট্রদূত।
সিইসি বলেন, বর্তমানে দেশে রাজনৈতিক সঙ্কট বিরাজ করছে। এটা রাজনৈতিকভাবে মেটানো গেলে আমাদের কাজ করা সহজ হয়ে যায়।
তিনি আরো বলেন, দলগুলোর মধ্যে সংলাপ প্রয়োজন। এটা রাজপথে মেটানোর বিষয় নয়।