মাদরাসা শিক্ষা অধিদপ্তরের ৫ জন কর্মকর্তাকে ওএসডি করা হয়েছে। সোমবার তাদের ওএসডি করে প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে প্রজ্ঞাপনটি প্রকাশ করা হয়েছে।
ওএসডি হওয়া ওই পাঁচ কর্মকর্তা হলেন, অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আফাজ উদ্দিন, সহকারী পরিচালক নাজনীন সুলতানা, পরিদর্শক মোহাম্মদ হেলাল উদ্দীন, সহকারী পরিচালক মাহফুজা ইয়াছমিন ও সহকারী পরিচালক জান্নাতুন নাহার। এদের মধ্যে জান্নাতুন নাহারের বিরুদ্ধে অদক্ষতা ও ভোগান্তি সৃষ্টির অভিযোগ তুলেছিলেন মাদরাসা শিক্ষকরা।
জানা গেছে, তাদের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওএসডি) দায়িত্ব দেয়া হয়েছে। তাদের ৫ মার্চের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হতে বলেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।