ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত ও উপাদানকল্প কলেজে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ২০২২-২৩ শিক্ষাবর্ষে ভর্তির সময় প্রতারণার বিষয়ে সতর্ক করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ও উপাদানকল্প কলেজের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে এ সতর্কতা জারি করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তির কার্যক্রমে ব্যবহারের জন্য অফিস বা তার কোনো কর্মকর্তা/ কর্মচারী সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, টুইটার, লিঙ্কডইন ইত্যাদি ব্যবহার করে না। ভর্তিবিষয়ক ওয়েবসাইট ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংক একাউন্ট ব্যতীত অন্য কোনোভাবে টাকা জমা নেয় না।
সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো ব্যক্তির যেকোনো ধরনের প্রচারণা বা লেনদেনের তথ্য নিশ্চিতভাবে একটি ‘প্রতারণামূলক’ কার্যক্রম। এ বিষয়ে সব শিক্ষার্থীকে সতর্ক থাকার জন্য নির্দেশনা প্রদান করা হলো। শিক্ষার্থীরা সশরীর হাজির হয়ে অথবা [email protected] ই-মেইলে যোগাযোগ করে তার সমস্যা সরাসরি জানাতে পারেন।
এর আগে গত ১৬ সেপ্টেম্বর অধিভুক্ত সরকারি সাত কলেজের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ‘কলেজ ও বিষয়’ মনোনয়নের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়। মনোনীত বিষয় দেখতে ড্যাশবোর্ড থেকে বিষয় মনোনয়ন বাটনে ক্লিক করতে হবে। মনোনয়ন পেয়েছেন এমন শিক্ষার্থীরা শনিবার থেকে ভর্তি ফি বাটনে ক্লিক করে ভর্তি ফি জমা দিতে পারছেন।
এছাড়া বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত প্রযুক্তি ইউনিটের বিষয় মনোনয়ন এর নতুন তালিকা প্রকাশ হয়েছে। মনোনীত বিষয় দেখতে ভর্তিচ্ছুরা ড্যাশবোর্ড থেকে "বিষয় মনোনয়ন" বাটনে ক্লিক করতে হবে। মনোনয়ন প্রাপ্ত শিক্ষার্থীরা আগামী ২৩ সেপ্টেম্বর সকাল ১০টা পর্যন্ত বিষয় মাইগ্রেশন বন্ধ অথবা চালুর অগ্রিম ফি (পঞ্চাশ টাকা মাত্র ) প্রদান করতে পারবে।
এ সময়ের মধ্যে উল্লেখিত অগ্রিম ফি জমা না দিলে, পরীক্ষার্থী ভর্তি হতে ইচ্ছুক না বলে বিবেচ্য হবে এবং পরবর্তী মাইগ্রেশন এ তাকে অনুপস্থিত দেখানো হবে। তবে যারা ইতঃমধ্যে বিষয় মনোনয়ন এর পর অগ্রিম ফি জমা দিয়েছে তাদের নতুন করে ফি জমা দিতে হবে না।