গাজীপুরের টঙ্গীর তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসা অধ্যক্ষ নিয়োগের একদফা দাবিতে বিক্ষোভ ও সমাবেশ করেছেন প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। গতকাল মঙ্গলবার দুপুরে মাদরাসা প্রাঙ্গণে হাজারের বেশি শিক্ষার্থী একদফা দাবি আদায়ে বিক্ষোভ করেন। এতে বিভিন্ন শ্রেণির ক্লাস ক্যাপ্টেনরা নেতৃত্ব দেন।
জানা গেছে, তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসা কয়েক বছর ধরে ভারপ্রাপ্ত অধ্যক্ষের মাধ্যমে প্রশাসনিক কার্যক্রম চালিয়ে নেওয়া হলেও স্থায়ী অধ্যক্ষ নিয়োগ দেওয়া হচ্ছে না। এ কারণে শিক্ষার্থীরা স্থায়ী অধ্যক্ষ নিয়োগের দাবি জানিয়েছেন। তাদের এই আন্দোলনে বেশ কয়েকজন শিক্ষক সংহতি জানিয়েছেন। আন্দোলনে একাত্মতা প্রকাশ করে শিক্ষক ড. সালমান ফারসি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, অধ্যক্ষের পদ দীর্ঘদিন ধরে খালি রয়েছে। সেখানে একজন যোগ্য অধ্যক্ষের প্রয়োজন, এটা আমাদেরও দাবি। তা’মীরুল মিল্লাত ট্রাস্ট, তা’মীরুল মিল্লাত গভর্নিং বডিসহ ঊর্ধ্বতন ব্যক্তিদের জানিয়ে শিগগির এ সমস্যার সমাধানের জন্য সব প্রস্তাব পেশ করা হবে।