সিলেটের ওসামনীনগরে মাদরাসা অধ্যক্ষকে হত্যার মামলায় একই প্রতিষ্ঠানের প্রভাষককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। গতকাল সোমবার সিলেটের সিনিয়র জেলা ও দায়রা জজ মো. মশিউর রহমান চৌধুরী এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত লুৎফুর রহমান সিলেটের ওসমানীনগরের শেখ ফাজিলাতুন্নেছা ফাজিল মাদরাসার বাংলা বিভাগের প্রভাষক ও দক্ষিণ সুরমা উপজেলার ফরিদপুর গ্রামের তাহির আলীর ছেলে।
আদালতের পিপি অ্যাডভোকেট নিজাম উদ্দিন জানান, আসামিকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত।
২০১৯ খ্রিষ্টাব্দের গত ১৪ ফেব্রুয়ারি শেখ ফাজিলাতুন্নেছা ফাজিল মাদরাসার অধ্যক্ষ শায়খুল ইসলাম মোটরসাইকেলে মাদরাসায় যাচ্ছিলেন। পথে বুরুঙ্গা এলাকায় একটি প্রাইভেটকার তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। প্রাইভেটকারের চালক ছিলেন প্রভাষক লুৎফুর রহমান। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে লুৎফুর রহমানকে প্রধান আসামি করে মামলা করেন।