অধ্যক্ষ পদত্যাগ বা অনুপস্থিত থাকলে তার দায়িত্ব গভর্নিংবডির সভাপতি পালন করবেন। এ সময় সভাপতির একক স্বাক্ষরে শিক্ষক-কর্মচারীদের বেতন ছাড় হবে। এমন নির্দেশনা দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়।
গতকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ নির্দেশনা দিয়ে প্রজ্ঞাপন প্রকাশ করা হয়।
তাতে বলা হয়, উদ্ভূত পরিস্থিতির আলোকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বেসরকারি কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে বিধি অনুসরণে অধ্যক্ষের দায়িত্ব প্রদানের ক্ষমতা (এডহক কমিটির) নবনিযুক্ত সভাপতির ওপর ন্যস্ত করা হলো। প্রযোজ্য ক্ষেত্রে মনোনীত সভাপতির একক স্বাক্ষরে শিক্ষক ও কর্মচারীদের মাসিক বেতন-ভাতা দেয়ার জন্য নির্দেশনা প্রদান করা হলো।
শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।