অধ্যক্ষের বাসায় চুরি - দৈনিকশিক্ষা

অধ্যক্ষের বাসায় চুরি

বরিশাল প্রতিনিধি |

বরিশাল নগরীর বেসরকারি আনসার উদ্দিন মল্লিক কলেজের অধ্যক্ষ মুহাম্মদ ইউনুস আলী মিয়ার বাসার জানালার গ্রিল কেটে চুরি সংঘটিত হয়েছে। এসময় একটি মোটরসাইকেলসহ স্বর্ণালংকার ও নগদ ৩২ হাজার নগদ টাকা নিয়ে গেছে চোর।

গতকাল বৃহস্পতিবার গভীর রাতে কোনো এক সময় নগরীর কাশিপুর এলাকার ইছাকাঠী প্রফেসর গলির বাসায় এ চুরি সংঘটিত হয়। ইউনুস আলী সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের ইতিহাস বিভাগের সাবেক সহকারী অধ্যাপক।

ভুক্তভোগী শিক্ষক ইউনুস আলী জানান, রাতে বাসায় তিনি, তার বড় মেয়ে ও নাতনি ছিলেন। আলাদা রুমে ঘুমাতে নাতনিরা ভয় পাওয়ার কারণে সবাই একরুমেই ছিলেন। বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ৪টার দিকে প্রকৃতির ডাকে সাড়া দিতে টয়লেটে যাওয়ার সময় দেখতে পান পাশের রুমের আলমারি খোলা এবং জিনিসপত্র এলোমেলো অবস্থায় খাটের ওপর পড়ে আছে। তখন চুরির বিষয়টি বুঝতে পেরে সবাইকে ঘুম থেকে উঠিয়ে পুরো ঘর তল্লাশি করি। এসময় দেখতে পাই আমার শোবার ঘরের জানালার গ্রিল কাটা হয়েছে। চোরচক্র যাওয়ার সময় ঘরের প্রধান দরজা বাইরে থেকে আটকে দিয়ে যায়। তারা ড্রইং রুমে থাকা মেয়ে জামাইয়ের মোটরসাইকেলটিও নিয়ে গেছে। পরে স্বজন ও স্থানীয়রা এসে দরজা খুলে দিলে পুলিশকে বিষয়টি জানাই।

মুহাম্মদ ইউনুস আলী মিয়ার বড় মেয়ে শিক্ষিকা রোকসানা কলি দৈনিক শিক্ষাডটকমকে বলেন, প্রাথমিকভাবে যতটুকু ধারণা করা হচ্ছে, চোরচক্র জানালার গ্রিল কেটে ঘরের ভেতরে প্রবেশ করেছে। মূল্যবান মালামাল গেলেও আমরা শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হইনি সেটাই বড় বিষয়। আমার মেয়ের টাকা জমানোর মাটির ব্যাংকটি ভাঙা অবস্থায় বাড়ির সীমানার মধ্যে পড়েছিলো। বাড়ির একটি টিনের ঘরের মধ্যে সিগারেটের অবশিষ্টাংশও পেয়েছি।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানার পরিদর্শক (তদন্ত) লোকমান হোসেন দৈনিক শিক্ষাডটকমকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে থানা পুলিশ সদস্যদের পাঠানো হয়। তারা ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারকে থানায় অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পেলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

সিটি কর্পোরেশন এলাকাভূক্ত সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধ - dainik shiksha সিটি কর্পোরেশন এলাকাভূক্ত সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধ দেশের সব ফাজিল ও কামিল মাদ্রাসা বন্ধের নির্দেশনা - dainik shiksha দেশের সব ফাজিল ও কামিল মাদ্রাসা বন্ধের নির্দেশনা সব বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা, শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ - dainik shiksha সব বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা, শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ কলেজসমূহ অনির্দিষ্টকাল বন্ধ - dainik shiksha জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ কলেজসমূহ অনির্দিষ্টকাল বন্ধ সব শিক্ষাপ্রতিষ্ঠান অনির্দিষ্টকাল বন্ধ - dainik shiksha সব শিক্ষাপ্রতিষ্ঠান অনির্দিষ্টকাল বন্ধ ১৮ জুলাইয়ের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত - dainik shiksha ১৮ জুলাইয়ের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত আতঙ্কে হল ছাড়ছেন শিক্ষার্থীরা - dainik shiksha আতঙ্কে হল ছাড়ছেন শিক্ষার্থীরা দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে ঢাকা কলেজের সামনে সংঘর্ষে নিহত শিক্ষার্থীর পরিচয় মিলেছে - dainik shiksha ঢাকা কলেজের সামনে সংঘর্ষে নিহত শিক্ষার্থীর পরিচয় মিলেছে কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে please click here to view dainikshiksha website Execution time: 0.0025651454925537