দৈনিক শিক্ষাডটকম প্রতিবেদক: ট্রেনের কাটা পড়ে আঙুল হারানো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক শিক্ষক অধ্যাপক আনু মুহাম্মদকে দেখতে বার্ন ইনস্টিটিউটে গিয়েছিলেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। তাঁর অবস্থা আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন মন্ত্রী। তিনি আরো জানান, আনু মুহাম্মদের চিকিত্সায় সর্বোচ্চ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার (২২ এপ্রিল) দুপুরে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে অধ্যাপক আনু মুহাম্মদকে স্থানান্তর করা হয়।
স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল সেন বলেন, ‘অধ্যাপক আনু মুহাম্মদ ঢাকা মেডিক্যালে চিকিত্সাধীন ছিলেন। সেখান থেকে তাকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আনা হয়েছে। পরীক্ষানিরীক্ষা এবং বোর্ডের মাধ্যমে তার পরবর্তী চিকিত্সা চলবে।’
রবিবার চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে আনু মুহাম্মদের দুই পায়ের পাতা ও আঙুল ক্ষতিগ্রস্ত হয়েছে। এরপর তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী আমাকে ফোন করেছিলেন, আনু মুহাম্মদের বিষয়ে খোঁজ নিয়েছেন। আমি উনাকে বিস্তারিত বর্ণনা দিয়েছি। প্রধানমন্ত্রী আমাকে উনার চিকিত্সার বিষয়ে সর্বোচ্চ যা করা যায়, তা করার নির্দেশ দিয়েছেন। আমি প্রধানমন্ত্রীকে অবহিত করেছি, আমাদের মেডিক্যাল বোর্ড হবে, যা সিদ্ধান্ত হবে আমরা উনাকে জানাব। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব, আনু মুহাম্মদ যেন উনার কর্মক্ষেত্রে ফিরে যেতে পারেন। সেজন্য যা যা করার, আমরা করব। আমরা কিছু পরীক্ষা করব, দ্রুত এবং পরিকল্পনা করে দ্রুত অপারেশন করার ব্যবস্থা নেব।’
তেল, গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুত্-বন্দর রক্ষা জাতীয় কমিটির সাবেক সদস্যসচিব আনু মুহাম্মদ জাতীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সোচ্চার। দিনাজপুরে একটি স্মরণসভায় অংশ নিয়ে রবিবার তিনি ট্রেনে করে ঢাকায় ফিরছিলেন। রাজধানীর খিলগাঁওয়ে ট্রেন থেকে নামার সময় তিনি দুর্ঘটনার শিকার হন।