দৈনিক শিক্ষাডটকম প্রতিবেদক: অনার্স ৪র্থ বর্ষের ২০২২ খ্রিষ্টাব্দের স্থগিত পরীক্ষার সময় সংশোধন করে আবার প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়।
সোমবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক মেজবাহ্ উদ্দিন স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।
জানা যায়, অনার্স ৪র্থ বর্ষের স্থগিত পরীক্ষা ২৬ মের পরীক্ষা ২৭ জুনে এবং ৫ জুনের পরীক্ষা ৬ জুনে ও ২৭ জুনের পরীক্ষা ২৯ জুন দুপুর ১টায় অনুষ্ঠিত হবে।
১৮ এপ্রিলে প্রকাশিত পরিবর্তিত সময়সূচি বিজ্ঞপ্তির অন্যান্য তারিখ ও সময় অপরিবর্তিত থাকবে। জরুরি প্রয়োজনে অতিরিক্ত পরীক্ষা নিয়ন্ত্রক (চলতি দায়িত্ব) মু. সাইফুল ইসলাম নিশাতের ০১৩১৩-০৫২৩৬১ নম্বরে যোগাযোগ করার জন্য বলা হয়েছে।
শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন