মাদারীপুরের কালকিনিতে সৈয়দ আবুল হোসেন স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাহজাহান মনিকে দুর্নীতির অভিযোগে বরখাস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত অমান্য, আর্থিক বিষয়ে অনিয়ম, স্বেচ্ছাচারিতা ও দুর্নীতির অভিযোগ রয়েছে।
শুক্রবার (২৩ জুন) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন কলেজ কর্তৃপক্ষ। নতুন ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে কলেজের সিনিয়র শিক্ষক মো. হারুন অর রশিদকে দায়িত্ব দেয়া হয়েছে।
জানা যায়, বরখাস্তকৃত ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাহজাহান মনির বিরুদ্ধে পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত অমান্য করে কলেজের ৩ লাখ ৫১ হাজার ৩২০ টাকা ব্যাংকে জমা না দিয়ে তিনি আত্মসাতের চেষ্টা চালিয়েছেন। এছাড়াও তার বিরুদ্ধে আর্থিক অনিয়ম, স্বেচ্ছাচারিতা ও দুর্নীতিসহ বিভিন্ন অনিয়মের সঙ্গে জড়িত থাকার অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়। এ ঘটনায় ম্যানেজিং কমিটির সদস্যরা বিভিন্ন দপ্তরে তার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এদিকে বরখাস্তকৃত অধ্যক্ষের বিরুদ্ধে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তে তার বিরুদ্ধে এসব অভিযোগের প্রমাণ পেলে চূড়ান্তভাবে বরখাস্ত করা হবে।
পরিচালনা পর্ষদের সভাপতি আইনজীবী আব্দুল্লাহ আল মামুন বলেন, আমাদের সিদ্ধান্তকে অমান্য করে অধ্যক্ষ মনি বেগম কলেজের ৩ লাখ ৫১ হাজার ৩২০ টাকা নিজের কাছে দীর্ঘদিন যাবত রেখেছেন। তাকে ওই টাকা ব্যাংকে জমা দিতে বলা হলেও তা অমান্য করছেন। তাই তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এবং তার বিরুদ্ধে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।