বগুড়ার সারিয়াকান্দিতে অপহৃত পঞ্চম শ্রেণির এক স্কুলছাত্রীকে ১৬ দিন পর উদ্ধার করেছে র্যাব। এ সময় অপহরণের অভিযোগে আকালু মন্ডল (৩৫) নামে এক অটোরিকশাচালককে গ্রেফতার করা হয়েছে।
রোববার দুপুর ৩টার দিকে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। গ্রেফতার আকালু মন্ডল সারিয়াকান্দি উপজেলার কুপতলা গ্রামের মোসলেম মন্ডলের ছেলে।
র্যাব-১২ বগুড়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, স্কুল ছুটির পর গত ১ জুন স্কুলছাত্রী বাড়িতে ফেরার সময় নিখোঁজ হয়। দুই সপ্তাহেও সন্ধান না পেয়ে গত ১৫ জুন সারিয়াকান্দি থানায় ওই স্কুলছাত্রীর বাবা মামলা করেন। এরপর তথ্যপ্রযুক্তি ব্যবহার করে বগুড়ার গাবতলী বাজার এলাকা থেকে শনিবার রাত ৮ টার দিকে ওই স্কুলছাত্রীকে উদ্ধার করে র্যাব। এ সময় অপহরণের অভিযোগে অটোরিকশাচালক আকালু মন্ডলকে গ্রেফতার করা হয়।
এতে আরও বলা হয়, গত ১ জুন ওই স্কুলছাত্রী আকুলের অটোরিকশায় চড়ে বাড়ি ফিরছিলেন। ওই সময় আকুল তাকে অপহরণ করে।
র্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার (পুলিশ সুপার) মীর মনির হোসেন জানান, স্কুলছাত্রীকে উদ্ধারের পর পরিবারের লোকজনকে খবর দিয়ে রোববার দুপুরে জবানবন্দি দেওয়ার জন্য আদালতে পাঠানো হয়েছে। একই সঙ্গে গ্রেফতার যুবককে সারিয়াকান্দি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।