সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট বিভাগে নিয়মিত সাপ্তাহিক ছুটি ও সরকারি ছুটির সঙ্গে ২৩ কর্মদিবস অবকাশকালীন ছুটি থাকবে। তবে অবকাশকালীনও হাইকোর্টের ২৬টি বেঞ্চে বিচারকাজ চলবে।
রোববার (৩ সেপ্টেম্বর) থেকে শুরু হচ্ছে এ অবকাশকালীন ছুটি। চলবে আগামী ৫ অক্টোবর পর্যন্ত। ৬ ও ৭ অক্টোবর যথাক্রমে শুক্র ও শনিবার হওয়ায় সুপ্রিম কোর্ট নিয়মিত বিচারকাজে ফিরবে ৮ অক্টোবর।
তবে আশার কথা হচ্ছে, দীর্ঘ এ ছুটির মাঝেও বন্ধ থাকছে না উচ্চ আদালতের দুয়ার। অবকাশের ২৩ দিনের ছুটিকে দুই পর্বে ভাগ করে এসময়ের জন্য মোট ২৬টি হাইকোর্ট বেঞ্চ গঠন করে দিয়েছেন বিদায়ী প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
হাইকোর্ট বিভাগের ডেপুটি রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) মো. মিজানুর রহমানের সই করা গত ৩১ আগস্ট এ সংক্রান্ত দুটি পৃথক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে। বিজ্ঞপ্তিতে এখতিয়ারসহ অবকাশকালীন বেঞ্চের তালিকা দেওয়া হয়েছে।
প্রথম বিজ্ঞপ্তিতে ১৫টি অবকাশকালীন বেঞ্চ রয়েছে। রোববার (৩ সেপ্টেম্বর) থেকে শুরু হতে যাওয়া অবকাশের প্রথম পর্ব ধরা হয়েছে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত। এসময়ের জন্য প্রধান বিচারপতি ১৫টি হাইকোর্ট বেঞ্চ গঠন করে দিয়েছেন। তার মধ্যে দ্বৈত বেঞ্চ ১২টি, অন্য ৩টি একক বেঞ্চ।
দ্বিতীয় বিজ্ঞপ্তিতে ১১টি অবকাশকালীন বেঞ্চ রয়েছে। প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী অবকাশের দ্বিতীয় পর্ব ধরা হয়েছে ২০ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর পর্যন্ত। এসময়ের জন্য প্রধান বিচারপতি ১১টি বেঞ্চ গঠন করে দিয়েছেন। তার মধ্যে ৭টি দ্বৈত, ৪টি একক বেঞ্চ।
সংবিদানের ৯৬ অনুচ্ছেদ অনুসারে বিচারকরা ৬৭ বছর পর্যন্ত পদে থাকতে পারেন। প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর ৬৭ বছর পূর্ণ হবে আগামী ২৫ সেপ্টেম্বর। ওইদিন তিনি অবসরে যাবেন।