শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনায় নিয়ে বিশ্ববিদ্যালয় বন্ধ ও শিক্ষার্থীদের আবাসিক হল ত্যাগের নির্দেশ দিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নূরুল আলমের সভাপতিত্বে এক জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত হয়। তবে প্রশাসনের এমন সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছেন শিক্ষার্থীরা। বরং বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনে উপাচার্যকে অবরুদ্ধ করে রেখেছেন ক্ষুব্ধ শিক্ষার্থীরা৷
এ ঘটনাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় প্রশাসনের নির্দেশে মোতায়েন করা পুলিশ ও শিক্ষার্থীরা মুখোমুখি অবস্থান করছেন। পরে শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল পুলিশের সঙ্গে কথা বলেন। শিক্ষার্থীরা তাদেরকে ক্যাম্পাস থেকে চলে যেতে বলেন এবং তারা কোনো সহিংসতা করবেন বলেও জানান।
এ বিষয়ে ঢাকা জেলা উত্তরের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ হেল কাফী (ক্রাইম অ্যান্ড অপস ও ট্রাফিক) জানান, বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে তাদের আসতে বলা হয়েছে। তারাও কোনো সহিংসতা চান না। কারো ক্ষতি চান না।
সিন্ডিকেট সভা শেষে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু হাসান স্বাক্ষরিত এক অফিস আদেশে বলা হয়, গত ১৪, ১৫ ও ১৬ তারিখে সংঘটিত বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে যথারীতি বিশ্ববিদ্যালয়ের অফিসসমূহ খোলা থাকবে।
এছাড়া, নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে আজ বিকেল ৪টার মধ্যে শিক্ষার্থীদের আবাসিক হল ত্যাগের নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।