বিএনপিসহ সমমনা দলগুলোর ডাকা অবরোধ কর্মসূচিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ে ক্লাস-পরীক্ষা চলবে। আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।
ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান বলেন, আগামীকাল বুধবার ক্লাস-পরীক্ষা অনুষ্ঠিত হবে। পুলিশি নিরাপত্তা বলয়ের মাধ্যমে সকাল সাড়ে ৮টায় কুষ্টিয়া-ঝিনাইদহ থেকে ক্যাম্পাসে শিক্ষক-শিক্ষার্থীদের বাস আসবে। আবার বিকেল ৪টায় একই কায়দায় ক্যাম্পাস থেকে বাস ছেড়ে যাবে।
এদিকে অবরোধের কারণে বিশ্ববিদ্যালয়ের এক দপ্তরের নিয়োগ পরীক্ষা স্থগিত করেছে প্রশাসন। আগামীকাল বুধবার বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অফিসের অফিস সহকারী কাম কম্পিউটার টাইপিস্ট পদের জব টেস্ট স্থগিত করা হয়েছে। জব টেস্টের তারিখ পরে জানানো হবে।
উল্লেখ্য, এক দিন বিরতি দিয়ে আগামীকাল সারা দেশে আবারও ৪৮ ঘণ্টার সর্বাত্মক অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপিসহ সমমনা দলগুলো।