অবশেষে ডুবে যাওয়ার ৭ দিন পর উদ্ধার করা হলো তেলবাহী জাহাজ সাগর নন্দিনী-২। বেসরকারি উদ্ধারকারী জাহাজ জহুরা এবং হুমায়ারাসহ বিভিন্ন জাহাজ সনাতনী পদ্ধতিতে জাহাজটি উদ্ধার করে। সোমবার জাহাজটি উদ্ধার করা হয়। গত ২৫ ডিসেম্বর ভোলায় জাহাজটি ডুবে গিয়েছিলো।
জানা গেছে, উদ্ধার কাজে বিআইডব্লিউটিএ, কোস্ট গার্ড, নৌ-পুলিশ ও জেলা পুলিশসহ তেল সরবরাহকারী প্রতিষ্ঠানের সদস্যরা অংশ নেয়।
গত ২৫ ডিসেম্বর সাগর নন্দিনী-২ চট্টগ্রাম থেকে পদ্মা অয়েল কোম্পানির ১১ লাখ ৩৪ হাজার লিটার তেল নিয়ে চাঁদপুর যাওয়ার পথে ভোলার তুলাতুলি এলাকায় ঘন কুয়াশার মধ্যে অন্য একটি জাহাজের ধাক্কায় ডুবে যায়। ডুবে যাওয়ার পর বিপুল পরিমাণ তেল মেঘনা নদীতে ছড়িয়ে পড়ে। কোস্টগার্ড নদীতে ছড়িয়ে পড়া তেলের একটা অংশ আধুনিক প্রযুক্তি ব্যবহার করে নদী থেকে অপসারণ করে ।
পদ্মা অয়েল কোম্পানির উপ-মহাব্যবস্থাপক আসিফ মালেক দৈনিক শিক্ষাডটকমকে জানান, সোমবার ডুবে যাওয়া জাহাজটি উদ্ধার করে জাহাজে থাকা বাকি তেল অন্য একটি জাহাজে নেয়ার পর তেল এবং ডুবে যাওয়া জাহাজ চাঁদপুরে নেয়া হয়। একই সঙ্গে উদ্ধার অভিযানও শেষ করা হয়।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।