দৈনিক শিক্ষাডটকম প্রতিবেদক : কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. জামাল নাছের অবসরে গিয়েছেন। অবসর গমনের সুবিধার্থে তার প্রেষণ প্রত্যাহার করে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে দেয়া হয়েছে।
গতকাল বুধবার তার প্রেষণ প্রত্যাহার করে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ। বৃহস্পতিবার ওই প্রজ্ঞাপনটি প্রকাশ করা হয়েছে।
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সহকারী বিদ্যালয় পরিদর্শক মো. খোরশেদ আলমও অবসরে গিয়েছেন। একই প্রজ্ঞাপনে অবসরে যাওয়ার সুবিধার্থে তার প্রেষণও প্রত্যাহার করে তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্ব দেয়া হয়।
শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।