অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন নিয়ে বিপাকে পড়েছেন কয়েক হাজার স্কুলের প্রধান শিক্ষক। আগামী ৩০ নভেম্বর পর্যন্ত এ শ্রেণির রেজিস্ট্রেশন কার্যক্রম চলার ঘোষণা থাকলেও ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে থাকা স্কুলগুলোর প্রধান শিক্ষকরা গত সোমবার থেকে রেজিস্ট্রেশন করতে পারছেন না। তারা দৈনিক আমাদের বার্তাকে বলেছেন, শিক্ষার্থী রেজিস্ট্রেশন করতে গেলে সার্ভারে দেখানো হচ্ছে সময় শেষ হয়ে গেছে। যদিও বহু শিক্ষার্থীর রেজিস্ট্রেশন এখনো বাকি। এ পরিস্থিতিতে শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন নিয়ে দুশ্চিন্তায় প্রতিষ্ঠান প্রধানরা।
যদিও ঢাকা বোর্ডের কর্তারা বলছেন, বিষয়টি তাদের নজরেও এসেছে। সার্ভার জটিলতায় এমনটি হচ্ছে। দ্রুত এ জটিলতার কাটানোর চেষ্টা করা হচ্ছে।
রাজধানী ঢাকা ও আশপাশের এলাকার স্কুলগুলোর প্রতিষ্ঠান প্রধানরা দৈনিক আমাদের বার্তাকে জানান, গত সোমবার রাত থেকে রেজিস্ট্রেশন করা যাচ্ছে না। ওয়েবসাইটে প্রবেশ করে রেজিস্ট্রেশন করা যাচ্ছে না। দেখানো হচ্ছে সময় শেষ হয়ে গেছে। তবে, বোর্ডে প্রকাশিত বিজ্ঞপ্তিতে ৩০ নভেম্বর পর্যন্ত সময় উল্লেখ আছে। বহু শিক্ষার্থীর রেজিস্ট্রেশন এখনো বাকি। আমরা এ পরিস্থিতিতে বিপাকে পড়েছি। নির্ধারিত সময়ের এক মাস আগেই রেজিস্ট্রেশন কেনো বন্ধ করে দেয়া হলো তা বুঝতে পারছি না।
তারা আরো বলেন, কোনো জটিলতাও হতে পারে। যদি জটিলতা হয় সেক্ষেত্রে বোর্ডের উচিত আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়ে বিষয়টি জানিয়ে দেয়া। এতে প্রধান শিক্ষকদের দুশ্চিন্তা কিছুটা কমবে।
এ বিষয়ে জানতে চাইলে ঢাকা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক অধ্যাপক মোহাম্মদ আবুল মনছুন ভূঞাঁ দৈনিক আমাদের বার্তাকে বলেন, রেজিস্ট্রেশনের সময় শেষ হয়নি। আমাদের সার্ভারে কিছুটা জটিলতা দেখা দিয়েছে। যা সমাধানের চেষ্টা চলছে। শিগগিরই এ জটিলতা সমাধান হবে। ৩০ নভেম্বর পর্যন্তই রেজিস্ট্রেশন কার্যক্রম চলবে।
দৈনিক আমাদের বার্তার মাধ্যমে প্রতিষ্ঠান প্রধানদের দুশ্চিন্তা না করার পরামর্শ দেন স্কুল পরিদর্শক।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।