নওগাঁর মহাদেবপুরে ক্ষতিকর রঙ মিশিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরির অভিযোগে চারটি ফ্যাক্টরিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৯৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু হাসান এসব ফ্যাক্টরিতে অভিযান চালিয়ে জরিমানা আদায় করেন।
জানা গেছে, অভিযান চালিয়ে উপজেলা সদরের বুলবুল সিনেমা হল সংলগ্ন ভাই ভাই বিস্কুট ফ্যাক্টরিকে ১৫ হাজার, নিউ ভাই ভাই বিস্কুট ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা, দক্ষিণ দুলাল পাড়ায় শহিদুল বেকারিকে ২৫ হাজার টাকা এবং চৌমাশিয়া মোড়ের ইনছের মোল্লার ফ্যাক্টরিকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসময় মোট ৯৫ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু হাসান দৈনিক শিক্ষাডটকমকে বলেন, র্যাব-৫ এর সহযোগিতায় এসব সেমাই ফ্যাক্টরিতে অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর পরিবেশ, ক্ষতিকর রঙ ও পোড়া ভেজাল তেল ব্যবহারের সত্যতা পাওয়া গেছে। চারটি প্রতিষ্ঠানে ৯৫ হাজার টাকা জরিমানা করা হয়