এমএমসি অ্যাপে ত্রুটি থাকায় আঞ্চলিক উপপরিচালকদের কাছ থেকে ইমেইলে মাল্টিমিডিয়া ক্লাস রুমের তথ্য চেয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। উপজেলা ও থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের কাছ থেকে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের মাল্টিমিডিয়া ক্লাসের তথ্য ইমেইলে পাঠাতে হবে উপপরিচালকদের। অধিদপ্তর বলছে, অ্যাপে ত্রুটি থাকায় কোনো শিক্ষক মাল্টিমিডিয়া ক্লাস আপলোড দিতে পারছে না। এ পরিস্থিতিতে আঞ্চলিক উপপরিচালকদের কাছে তথ্য চেয়ে চিঠি পাঠিয়েছে অধিদপ্তর।
এ অবস্থায় সব আঞ্চলিক উপ-পরিচালকদের (মাধ্যমিক) নিজ নিজ অঞ্চলের উপজেলা বা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের কাছ থেকে সব মাধ্যমিক বিদ্যালয় ও উচ্চ মাধ্যমিক কলেজের ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের অক্টোবর থেকে ডিসেম্বরে (তিন মাস) নেয়া এমএমসি ক্লাসের তথ্য সংগ্রহ করে তা সারসংক্ষেপ আকারে সংযুক্ত ছক মোতাবেক আগামী ২৮ ডিসেম্বরের মধ্যে ই-মেইলে ([email protected]) পাঠাতে বলা হয়েছে।
চিঠিতে আরো বলা হয়, আঞ্চলিক উপপরিচালক ছাড়া মাঠ পর্যায়ের অন্য কোনো শিক্ষা কর্মকর্তা বা কোন শিক্ষা প্রতিষ্ঠান থেকে মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন উইং বরাবরে ই-মেইলে আলাদাভাবে কোনো তথ্য পাঠানোর প্রয়োজন নেই।
দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।