চট্টগ্রাম আদালত চত্বরে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার চার দিন পর দুটি মামলা করেছেন স্বজনেরা।
শুক্রবার দিবাগত রাতে চট্টগ্রাম কোতয়ালি থানায় মামলা দুটি করা হয়।
শনিবার (৩০ নভেম্বর) কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল করিম মামলা দুটির তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সাইফুল ইসলামকে হত্যার ঘটনায় তাঁর বাবা জামাল উদ্দিন ও ভাই বাদী হয়ে মামলা দুটি করেছেন।
জামাল উদ্দিন ৩১ জনকে আসামি করে একটি হত্যা মামলা করেছেন। আর আদালত চত্বরে ভাঙচুর ও হামলার ঘটনায় সাইফুলের ভাই বাদী হয়ে ১১৬ জনকে আসামি করে আরেকটি মামলা করেছেন।
সাইফুলের পরিবারের পক্ষ থেকে বলা হয়, দাফন-কাফন ও পারিবারিক শোক কাটিয়ে উঠতে সময় লাগায় মামলা করতে বিলম্ব হয়েছে। মামলায় নিরীহ কাউকে নয়, ঘটনার ভিডিও ফুটেজ দেখে প্রকৃত দোষীদেরই আসামি করা হয়েছে।
এদিকে, ২৬ নভেম্বর আদালতে ইসকন ও চিন্ময় কৃষ্ণ দাসের অনুসারীদের পুলিশের কাজে বাধা ও হামলার ঘটনায় ৩টি মামলা দায়ের হয়েছে। এসব মামলায় ইসকনের সঙ্গে সম্পৃক্ত ৭৬ জনের নাম উল্লেখ করে ১ হাজার ৪০০ জনকে আসামি করা হয়েছে। পুলিশ ঘটনার পর থেকে এখন পর্যন্ত ৩৮ জনকে গ্রেফতার করেছে।
এর মধ্যে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার সঙ্গে ১৪ জনকে চিহ্নিত করেছে।
পুলিশ বলছে, বাকিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।