আয়ারল্যান্ড নারী ক্রিকেট দলের বিপক্ষে ওয়ানডে সিরিজের তিন ম্যাচেই জয় পেয়েছে বাংলাদেশ। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সোমবার সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে ৭ উইকেটের বড় ব্যবধানে জিতেছে নিগার সুলতানা জ্যোতির দল। এতে সরাসরি ২০২৫ বিশ্বকাপে খেলার সম্ভাবনা উজ্জ্বল হলো।
টস জিতে আয়ারল্যান্ড এদিন শুরুতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। ৫০ ওভার ব্যাটিং করে ১৮৫ রানে থামে তারা। দলটির হয়ে ওপেনার ও অধিনায়ক গ্যাবি লেইস ৫২ রানের ইনিংস খেলেন। নয়টি চার মারেন তিনি। এছাড়া তিনে নামা অ্যামি হান্টার ২৩ ও চারে নেমে অর্লা প্রিন্ডারগাস্ট ২৭ রান যোগ করেন। লোয়ারে আর্লিনি কেলি ১৮ ও আলানা ডালজেল ১৯ রানের ইনিংস খেলেন।
জবাবে বাংলাদেশ নারী দল ২৭.৩ ওভারে ৩ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌছে যায়। ওপোনার ফারজানা হক ৬১ রানের ইনিংস খেলেন। তিনে নেমে শারমিন আক্তার ৭২ রান যোগ করেন। অধিনায়ক নিগার সুলতানা ১৮ রানের ইনিংস খেলেন। এর আগে বাংলাদেশ দলের হয়ে ফাহিমা খাতুন ৩ উইকেট নেন। দুটি করে উইকেট নেন সুলতানা খাতুন ও নাহিদা আক্তার।
ভারতে ২০২৫ খ্রিষ্টাব্দে মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ হবে। ওই আসরে সরাসরি খেলতে বাংলাদেশ দলের জন্য এই সিরিজ গুরুত্বপূর্ণ ছিল। মেয়েরা সামনে থাকা ৬ ম্যাচের ৫টিতে জিতলে কোন সমীকরণ ছাড়া সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ পাবে। পরবর্তী সিরিজ জিতলেই তাই বিশ্বকাপের টিকিট হাতে পাবেন মেয়েরা।