অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে আউটসোর্সিং কর্মচারীদের দাবি মেনে নেয়ার আহ্বান জানিয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি।
শনিবার (১৯ অক্টোবর) দুপুরে রাজধানীর শাহবাগে অন্দোলনরত আউটসোর্সিং কর্মচারীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে তিনি এই আহ্বান জানান।
সাকি বলেন, ‘আউটসোর্সিং কর্মচারীরা ভয়ানক বৈষম্যের শিকার। তারা সময়মত বেতন পান না। তাদের চাকরির কোনো নিশ্চয়তা নেই। যখন তখন ছাঁটাই করে। নারীরা ন্যূনতম মাতৃত্বকালীন ছুটি পান না।’
এই কর্মচারী কল্যাণ সমিতির দাবি যৌক্তিক ও মেনে নেয়ার কথা উপদেষ্টারা বললেও দুই মাসে এখন পর্যন্ত কোনো অগ্রগতি নেই বলেও মন্তব্য করেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী।
আউটসোর্সিং কর্মচারীদের দাবি আদায়ে কাজ করার আহ্বান জানিয়ে সাকি বলেন, ‘এই সরকার জনগণের শক্তির ওপর দাঁড়িয়ে থাকবে। জনগণের কথা শুনবে সেটাই জনগণ প্রত্যাশা করে। মাঝে কোনো প্রতিষ্ঠান না রেখে সরাসরি তাদের নিয়োগ দিন। বৈষম্যহীন বাংলাদেশে কেউ যেন বৈষম্যের শিকার না হয় এজন্য আপনাদের পাশে আমরা আছি। আন্দোলনকারীদের সাথে প্রধান উপদেষ্টা বসুন। তাদের দাবি শুনুন, আদায় করুন।’
আন্দোলনকারীদের উদ্দেশ্যে সাকি বলেন, ‘সমাবেশের কারণে মানুষের চলাচলে কোনো অসুবিধা যেন না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে।’