পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী কোটা আন্দোলনে যোগ দিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল, ডিপার্টমেন্ট থেকে দলে দলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারে যোগ দিচ্ছেন শিক্ষার্থীরা।
সোমবার (৮ জুলাই) বিকেলে সাড়ে তিনটায় এমনি চিত্র দেখা গেছে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে।
এ সময় শিক্ষার্থীরা নিজ নিজ হল-ডিপার্টমেন্টের ব্যানারে কোটা বিরোধী লেখা সম্বলিত নানা প্লেকার্ড হাতে স্লোগান দিতে থাকে।
এর আগে গতকাল রবিবার (৭ জুলাই) রাত পর্যন্ত টানা চার ঘন্টার বেশি সময় ধরে শাহবাগে অবরোধের পর নতুন কর্মসূচি ঘোষণা করেন ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’এর মুখপাত্র নাহিদ হাসান।
ঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ সারা দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে বাংলা ব্লকেড পালন করবে আন্দোলনকারীরা। এবং সকল ধরনের ক্লাস-পরীক্ষা বর্জন কর্মসূচি অনির্দিষ্টকালের জন্য অব্যাহত থাকবে।
এর আগে হাইকোর্টের মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহালের রায়ের প্রতিবাদে চার দফা দাবিতে দেশব্যাপী বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও মহাসড়কে লাগাতার অবরোধ কর্মসূচি পালন করলে আজ থেকে শুধু নতুন এক দফা দাবিতে আন্দোলন করবে তারা৷
গতকাল নতুন এ দফার ঘোষণা দেন কোটা আন্দোলনের অন্যতম সমন্বয় হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, চার দফা নয়। আগামীকাল থেকে একদফা দাবিতে সারা দেশে অবস্থান কর্মসূচি পালন করবে শিক্ষার্থীরা।
নতুন দফাটি হলো- সব গ্রেডের অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাতিল করে সংবিধানে উল্লিখিত অনগ্রসর জাতির জন্য কোটা নূন্যতম পর্যায়ে এনে সংসদে আইন পাস করে কোটা প্রথা বাতিল করতে হবে।