আটজন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে বদলি করা হয়েছে। তাদের বদলি ও নতুন কর্মস্থলে পদায়ন দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। বৃহস্পতিবার এ প্রজ্ঞাপন জারি করা হয়।
জানা গেছে, পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার চলতি দায়িত্বে থাকা মোহাম্মদ মোখলেছুর রহমানকে একই জেলার গলাচিপা উপজেলায় বদলি করা হয়েছে। গলাচিপার উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. গোলাম মোস্তফাকে কলাপাড়া উপজেলায় বদলি করা হয়েছে।
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. গোলাম মোস্তফাকে একই জেলার ইসলামপুর উপজেলায় বদলি করা হয়েছে। ইসলামপুর উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার চলতি দায়িত্বে থাকা আরিফা আক্তারকে দেওয়ানগঞ্জে বদলি করা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আবু তৌহিদকে একই জেলার কসবা উপজেলায় বদলি করা হয়েছে। আর কসবার উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আসলাম খানকে বাঞ্ছারামপুর উপজেলায় বদলি করা হয়েছে।
বাগেরহাটের মংলা উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার চলতি দায়িত্বে থাকা এস এ আনোয়ার-উল-হককে একই জেলার রামপাল উপজেলায় বদলি করা হয়েছে। আর রমপালের উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার চলতি দায়িত্বে থাকা মো. জিয়াউল হককে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় বদলি করা হয়েছে।
বদলিকৃত ৭ জন কর্মকর্তাকে ৭ জুনের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হতে বরা হয়েছে। আর মো. জিয়াউল হককে অবমুক্ত হতে ২১ জুন পর্যন্ত সময় দেয়া হয়েছে।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।