ঈদুল আজহা উপলক্ষে টানা আট দিন বন্ধ থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) গ্রন্থাগার। ঈদুল আজহার ছুটি শেষে আগামী ১ জুলাই থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ও বিজ্ঞান গ্রন্থাগারের পাঠকক্ষসমূহ যথারীতি খোলা থাকবে।
বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে শিক্ষক, গবেষক ও ছাত্র-ছাত্রীদের এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আসন্ন পবিত্র ঈদুল আজাহা উপলক্ষে আগামী ২৩ থেকে ৩০ জুন পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ও বিজ্ঞান গ্রন্থাগারের অফিস কার্যক্রম বন্ধ থাকবে। তবে ২৩ ও ২৪ জুন যথাক্রমে গ্রন্থাগারের পাঠকক্ষগুলোর কার্যক্রম চালু থাকবে।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব (লিংক যাবে) করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে সয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।