আদমজী ক্যান্টনমেন্ট কলেজ অডিটোরিয়ামে আন্তজার্তিক নারী দিবস রোববার উদযাপিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজ অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল আল ফারুক সিদ্দিকী।
প্রধান অতিথি তার বক্তব্যে প্রথমেই নারীদের শুভেচ্ছা জানান। সমাজে নারীদের বিশেষত আদমজী ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষিকাদের কৃতিত্বকে অত্যন্ত সম্মানের সঙ্গে তিনি স্মরণ করেন। তিনি বিভিন্ন কাজে তাদের দক্ষতা ও সফলতার ভূয়সী প্রশংসা করে নারী শিক্ষার্থীদের শিক্ষা ও গবেষণা ক্ষেত্রে আরো অর্থবহ অবদান রাখার আহ্বান জানান তিনি।
তা ছাড়া অধ্যক্ষ মহদোয়ের কবি সুবোধ সরকারের ‘শাড়ি’ কবিতা আবৃত্তি অনুষ্ঠানে বিশেষ মাত্রা যুক্ত করে। অনুষ্ঠানে আলোচনার পাশাপাশি শিক্ষক ও শিক্ষার্থীদের মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনাও ছিলো।
বিশেষ অতিথি ছিলেন জেন্ডার ও উন্নয়ন বিষয়ক কনসালটেন্ট ড. নাসরিন সুলতানা। তিনি তার বক্তব্যে বলেন, আইনগত সুবিধা প্রাপ্তি, অর্থনৈতিক অবদানের স্বীকৃতি পাওয়া ইত্যাদি ক্ষেত্রে নারীরা বেশ পিছিয়ে আছে। তাই তিনি নারীদের যথার্থ অধিকার প্রাপ্তির গুরুত্ব তুলে ধরেন।