দৈনিক শিক্ষাডটকম প্রতিবেদক : আদমজী ক্যান্টনমেন্ট কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার কলেজ প্রাঙ্গণে সপ্তাহব্যাপী এ প্রতিযোগিতা শেষ হয়। ২৬টি ইভেন্টে প্রায় ২৫০০ এর বেশি শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামান উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন, সারাহনাজ কমলিকা জামান। তিনিও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল আল ফারুক সিদ্দিকী তাঁর বক্তব্যে আদমজী ক্যান্টনমেন্ট কলেজের পরিচিতি, শ্রেষ্ঠত্ব ও সাম্প্রতিক সাফল্য সম্পর্কে উপস্থিত সুধীজনকে অবহিত করেন।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে কলেজের শিক্ষার্থীদের একাডেমিক ফলাফল ও শৃঙ্খলার মানের ভূয়সী প্রশংসা করেন। এছাড়াও অনুষ্ঠানে মেজর জেনারেল শেখ মো. সরওয়ার হোসেন, ঊর্ধ্বতন সামরিক-বেসামরিক কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন কলেজের অধ্যক্ষ, প্রাক্তন অধ্যক্ষ, শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি- পেশার আনুমানিক ৮ হাজার মানুষ উপস্থিত ছিলেন। সমাপনী দিবসের মূল আকর্ষণ ছিল বিএনসিসি ক্যাডেটসহ বিভিন্ন প্লাটুনের আকর্ষণীয় কুচকাওয়াজ, কারাতে ও তায়কোয়ানডো প্রদর্শন। এছাড়া শিক্ষার্থীদের মনোজ্ঞ ও আড়ম্বরপূর্ণ ডিসপ্লে ছিলো দৃষ্টিনন্দন ও প্রশংসনীয়।
শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।