দৈনিক শিক্ষাডটকম ডেস্ক : আদমজী ক্যান্টনমেন্ট কলেজ অডিটোরিয়ামে মঙ্গলবার যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৪ উদযাপন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজ অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল আল ফারুক সিদ্দিকী, বিএসপি, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি, এমফিল।
অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তিলাওয়াতের পর জাতীয় সংগীত গাওয়া হয়। শিক্ষকদের মধ্যে বক্তব্য দেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক শারমিন সুলতানা। আলোচনার পর মুক্তিযুদ্ধকেন্দ্রিক কবিতা আবৃত্তি ও সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।
অধ্যক্ষ তার বক্তব্যে সবাইকে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের শুভেচ্ছা জানান এবং শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হতে অনুপ্রেরণা দেন। পাশাপাশি স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সবাইকে গভীর জ্ঞানচর্চা ও গবেষণা করার আহ্বান জানান। দিবসটি উপলক্ষে কবিতা আবৃত্তি, রচনা, চিত্রাঙ্কন, টেবিল টেনিস (ছাত্র) ও ক্যারাম (ছাত্রী) প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতা শেষে অধ্যক্ষ বিজয়ীদের পুরস্কৃত করেন।