রাজধানীর আদমজী ক্যান্টনমেন্ট কলেজে আন্তঃহাউজ মেধা অন্বেষণ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার এ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা। এর আগে গত ১১ জুলাই এ প্রতিযোগিতা শুরু হয়েছিলো। পুরস্কার বিতরণের মাধ্যমে এ প্রতিযোগিতার শেষ হলো।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল আল ফারুক সিদ্দিকী, বিএসপি, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি, এমফিল। অনুষ্ঠানে কলেজের চারটি হাউজে বিভক্ত একাদশ, দ্বাদশ, অনার্স, মাস্টার্স ও বিবিএ শ্রেণির প্রায় দেড় হাজার শিক্ষার্থী ১০৪টি ইভেন্টে অংশগ্রহণ করে। যার মধ্যে কবিতা আবৃত্তি, অবিরত গল্প বলা, অলিম্পিয়াড, বিতর্ক প্রতিযোগিতা, সাংস্কৃতিক প্রতিযোগিতা, দেয়াল পত্রিকা, উপস্থিত বক্তৃতা, কুইজ প্রতিযোগিতা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, ফটোগ্রাফি, তায়কোয়ানডো, প্রজেক্ট ডিসপ্লে ইত্যাদি আকর্ষণীয় ইভেন্ট ছিল। সমাপনী দিনে অধ্যক্ষ বিভিন্ন প্রতিযোগিতায় ৩৬২ জন বিজয়ী শিক্ষার্থীকে পুরস্কৃত করেন।
বিজয়ীদের সংখ্যা বিবেচনায় বীর শ্রেষ্ঠ শহিদ মহিউদ্দিন জাহাঙ্গীর হাউজকে চ্যাম্পিয়ন ও বীর শ্রেষ্ঠ শহিদ হামিদুর রহমান হাউজকে রানার্স আপ হিসেবে ঘোষণা করা হয়।
শিক্ষা, শৃঙ্খলা ও নৈতিকতার মূলমন্ত্রকে ধারণ করে আদমজী ক্যান্টনমেন্ট কলেজ মানসম্মত শিক্ষাদানের পাশাপাশি শৃঙ্খলা এবং সহশিক্ষা কার্যক্রমেও দেশ সেরা। সাফল্যের ধারাবাহিকতায় ২০২২ খ্রিষ্টাব্দে উচ্চমাধ্যমিক পরীক্ষায় ২ হাজার ৪০৩ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে শতভাগ পাসসহ ২২৭৭ জন জিপিএ ৫ অর্জন করেছেন।
আন্তঃক্যান্টনমেন্ট কলেজ ‘গণিত অলিম্পিয়াড’ ও ‘সাধারণ জ্ঞান’ প্রতিযোগিতা-২০২৩ এ আদমজী ক্যান্টনমেন্ট কলেজ উভয়টিতে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। এছাড়া ঢাকা শিক্ষা বোর্ড কর্তৃক আয়োজিত আন্তঃকলেজ ফুটবল (পুরুষ) ও ভলিবল (মহিলা) প্রতিযোগিতায় আদমজী ক্যান্টনমেন্ট কলেজ চ্যাম্পিয়ন এবং আন্তঃকলেজ ক্রিকেট (পুরুষ), হ্যান্ডবল (মহিলা) ও ভলিবল (পুরুষ) প্রতিযোগিতায় রানার আপ হয়।
লজিস্টিকস্ এরিয়ার আওতাধীন শিক্ষা প্রতিষ্ঠানসমূহের মধ্যে হ্যান্ডবল (মহিলা) প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন, আন্তঃক্যান্টনমেন্ট কলেজ ফুটবল (ছাত্র) ও হ্যান্ডবল (ছাত্রী) প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন, সংসদীয় বিতর্ক প্রতিযোগিতা ইংরেজি ভার্সনে চ্যাম্পিয়ন এবং বাংলা ভার্সনে রানার আপ হওয়ার গৌরব অর্জন করে। বাংলাদেশ তায়কোয়ানডো ফেডারেশন কর্তৃক পরিচালিত তায়কোয়ানডো প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন এবং বাংলাদেশ রাগবি ফেডারেশন কর্তৃক পরিচালিত রাগবি (মহিলা) প্রতিযোগিতায় এ কলেজ চ্যাম্পিয়ন হয়। বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত কলেজগুলোর মধ্যে মোট ছয়বার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের মর্যাদা লাভ এবং স্নাতক, স্নাতকোত্তর ও বিবিএ পর্যায়ে জাতীয় বিশ্ববিদ্যালয় কলেজ পারফরমেন্স র্যাংকিংয়ে ঢাকা অঞ্চলে তিনবার সেরা দশে স্থান পেয়েছে। যার ফলে আদমজী ক্যান্টনমেন্ট কলেজ দেশের অন্যতম শীর্ষস্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের মর্যাদা লাভ করেছে।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে সয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।