দেশের সব আদালতের নতুন সময়সূচি নির্ধারণ করেছে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট। নতুন সূচি অনুযায়ী কারফিউ চলাকালীন আপিল ও হাইকোর্ট বিভাগের সব দপ্তর ও শাখাগুলো খোলা থাকবে। তবে সরকার নির্বাহী আদেশে সাধারণ ছুটি ঘোষণা করলে সব আদালত বন্ধ থাকবে।
গতকাল মঙ্গলবার সুপ্রিম কোর্টের জনসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলামের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সকাল ৯টা থেকে সোয়া ১টা পর্যন্ত আপিল বিভাগের কার্যক্রম চলবে। অন্যদিকে সকাল সাড়ে ১০ থেকে সোয়া ৪টা পর্যন্ত হাইকোর্ট বিভাগের কার্যক্রম চলবে।
এ ছাড়াও কারফিউ চলাকালীন আপিল ও হাইকোর্ট বিভাগের সব দপ্তর ও শাখাগুলো খোলা থাকবে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, জেলা ও দায়রা জজ বা মহানগর দায়রা জজ এবং সিজিএম/সিএমএম ও স্থানীয় জেলা ম্যাজিস্ট্রেট/পুলিশ কমিশনারের সঙ্গে যৌথভাবে সমন্বয় করে কারফিউ শিথিলকালীন আদালত ও অফিসের সময় নির্ধারণ করে বিচারক, কর্মকর্তা-কর্মচারী এবং আইজীবীদের জানিয়ে বিচারিক কার্যক্রম পরিচালনা করবেন।
স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে আদালতের পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করবেন।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, সরকার নির্বাহী আদেশে সাধারণ ছুটি ঘোষণা করলে আপিল, হাইকোর্ট এবং অধস্তন আদালত বন্ধ থাকবে। আজ ২৪ জুলাই থেকে এ নির্দেশনা কার্যকর হবে। এ নির্দেশনা প্রধান বিচারপতির।