আদালতের ভেতর ছবি তোলার ক্ষেত্রে সবাইকে সতর্ক করলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন।
রোববার (১১ ডিসেম্বর) সকালে তিন বিচারপতির সংবর্ধনা অনুষ্ঠানে কতিপয় ব্যক্তি ছবি তুললে বিষয়টি প্রধান বিচারপতির নজরে আনেন আপিল বিভাগের আরেক বিচারপতি ওবায়দুল হাসান।
পরে প্রধান বিচারপতি বিষয়টি তাৎক্ষণিকভাবে অ্যাটর্নি জেনারেলকে ছবি তোলা থেকে বারণ করতে ব্যবস্থা নিতে বলেন। পরে সুপ্রিম কোর্ট বারের সভাপতি সবাইকে সতর্ক করেন। এ সময় অ্যাটর্নি জেনারেল সকলকে উদ্দেশ্য করে বলেন আদালতের অনুমতি ছাড়া ছবি তোলা হলে তারা কনটেম্পট পিটিশন নিয়ে আসবেন। এটি কোনভাবেই কাম্য নয়।
এ সময় এজলাসের ভেতর ছবি তোলা থেকে বিরত থাকতে সকলকে অনুরোধ করেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা এ এম আমিন উদ্দিন।